ঝিনাইদহ সরকারি কেসি কলেজের ইতিহাস বিভাগের প্রধান শিক্ষক মোহাবউল্লাহ জিন্নাহর বিরুদ্ধে অধ্যক্ষ বরাবর ১০টি অভিযোগ দায়ের করেছে সাধারণ শিক্ষার্থীরা।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে সরকারি কেসি কলেজের শহীদ মিনার চত্বরে অভিযুক্ত শিক্ষক মোহাবউল্লাহ জিন্নাহর বিরুদ্ধে ১০টি অভিযোগ তুলে ধরে তাকে অপসারণের দাবি জানিয়ে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করে।
শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, জিন্নাহ স্যার দুর্নীতি, ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি ও অর্নাস প্রথম বর্ষের এক ছাত্রীর হিজাব টেনে ধরে অকথ্য ভাষায় গালি দেয়। এ ছাড়াও তিনি বলেন ইসলামে পর্দা করার কোনো বিধান নেই। সেই সাথে তিনি শিক্ষার্থীদের কাছ থেকে ভাইভা বাবদ টাকাও নিয়ে থাকেন। এরকম মোট ১০টি অভিযোগ বর্ণনা করেন শিক্ষার্থীরা।
এসময় উপস্থিত ছিলেন সমন্বয়ক সাইদুর রহমান, রত্না খাতুন, স্বাধীন আহমেদ, তৌফিক আলমসহ বেশ কিছু সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। পরে শিক্ষার্থীদের আন্দোলন স্থানে আসেন অধ্যক্ষ আশোক কুমার মৌলিক। এরপর তিনি শিক্ষার্থীদের অভিযোগ শুনে দ্রুত ব্যবস্থা গ্রহণসহ ১০টি অভিযোগের সমস্যা সমাধান করবেন বলে আশ্বাস দেন।
বিডি প্রতিদিন/এমআই