জুলাই-আগস্ট গণহত্যার বিচার, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ-সিন্ডিকেট নিয়ন্ত্রণ, খেলাপি ঋণ ও পাচারকৃত অর্থ ফেরত আনা, সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা চালুসহ সংস্কারের রোডম্যাপ ঘোষণার দাবিতে গাইবান্ধায় মিছিল-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টায় বাম গণতান্ত্রিক জোট গাইবান্ধা সমন্বয় কমিটির উদ্যোগে একটি মিছিল ও পরে শহরের ডিবি রোডের আসাদুজ্জামান মার্কেটের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাম গণতান্ত্রিক জোটের জেলা সমন্বয়ক ও বাসদ জেলা আহবায়ক গোলাম রব্বানীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বাসদ মার্কসবাদী জেলা আহবায়ক আহসানুল হাবীব সাঈদ, কমিউনিস্ট পার্টির জেলা সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, বাসদের জেলা সদস্য সচিব সুকুমার মোদক প্রমুখ।
বক্তারা জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে সংঘটিত সকল হত্যার সাথে জড়িতদের বিশেষ ট্রাইবুন্যাল করে বিচার দাবি করেন। সেই সাথে নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণ, পাচারকৃত অর্থ ফেরত আনার উদ্যোগ গ্রহণসহ খেলাপি ঋণ উদ্ধারে দ্রুত ব্যবস্থা গ্রহণের জোড় দাবি জানান।
বক্তারা সকল রাজনৈতিক দলের সাথে আলোচনা করে সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা চালুসহ সংস্কারের রোডম্যাপ ঘোষণারও দাবি জানান।
বিডি প্রতিদিন/এএ