ছাত্র-জনতা আন্দোলনের চলাকালে বাজার স্টেশন ও সদানন্দপুর স্টেশন পুড়িয়ে দেয়ার একমাস পেরিয়ে গেলেও স্টেশন দুটি সংস্কার না করায় সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন না বন্ধ রয়েছে। সিরাজগঞ্জ জেলা জাসাসের উদ্যোগে মঙ্গলবার সকালে ট্রেনটি দ্রুত চালুর দাবিতে সিরাজগঞ্জে সাংস্কৃতিক পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। পদযাত্রাটি শহরের বাজার স্টেশন থেকে শুরু হয়ে পদযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় স্টেশনে এসে সমাবেশ করে।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সাধারন সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, জেলা বাসদের আহ্বায়ক নবকুমার কর্মকার, প্রেসসক্লাবের সাবেক সভাপতি হারুন অর রশিদ খান হাসান প্রমুখ। পদযাত্রায় বিভিন্ন সাংস্কৃতিক, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহন করেন। এ সময় বক্তারা, দ্রুত সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি আধুনিয়কায়নের মাধ্যমে চালু করে যাত্রীসেবা নিশ্চিত করার দাবী জানান। দ্রুত চালু না হলে বৃহত্তর আন্দোলনের ঘোষনা দেয়া হয়।
বিডি প্রতিদিন/এএম