বাবার সাথে মোটরসাইকেলে চড়ে রংপুরের উদ্দেশ্যে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হয়ে কুড়িগ্রামের ফুলবাড়ির আয়শা আক্তার নামে বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু এক শিক্ষার্থীর মৃত্যু ঘটেছে। এতে তার মোটর সাইকেল চালক বাবা গুরুতর আহত হন। স্থানীয়রা জানান, বুধবার সকাল এগারোটার দিকে বাবা আনিছুর রহমানসহ মোটরসাইকেল যোগে বাড়ি থেকে রংপুরের উদ্যেশ্যে বের হন আয়শা। পথিমধ্যে রংপুর-কুড়িগ্রাম মহসড়কের নব্দীগঞ্জ এলাকায় আসলে একটি মাইক্রোবাস এসে তাদের মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই আয়শার মৃত্যু ঘটে।
এ সময় গুরুতর আহত হন বাবা আনিছুর রহমান। পরে স্থানীয়রা আহত আনিছুর রহমানকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। এ ব্যাপারে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ নাজমুস সাকিব সজিব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রংপুর যাওয়ার পথে ফুলবাড়ী উপজেলার ওই নারী শিক্ষার্থীর মৃত্যু ঘটেছে বলে জেনেছি।
বিডি প্রতিদিন/এএ