হবিগঞ্জের চুনারুঘাটে মোটরসাইকেল দুর্ঘটনায় ছাত্রদল নেতাসহ দুইজন নিহত হয়েছেন। খবর পেয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে নিয়ে থানায় নিয়ে যায় পুলিশ।
শনিবার (১৪ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যান রোডের চন্ডী মাজারের পাশে রামগঙ্গা ব্রীজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন চুনারুঘাট থানার (ওসি) হিল্লোল রায়।
নিহতরা হলেন শায়েস্তাগঞ্জ উপজেলার সুদিয়াখলা গ্রামের মৌলদ মিয়ার পুত্র ও শায়েস্তাগঞ্জ পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক হাফিজ সরকার (২৭) ও একই উপজেলার তালুগড়াই গ্রামের হাজী কিম্মত আলীর পুত্র মোস্তাফিজুর রহমান (২৬)।
ওসি হিল্লোল রায় জানান, হাফিজ ও মোস্তাফিজুর মোটরসাইকেল যোগে ওই এলাকায় ঘুরতে যায়। রাত ১০টার দিকে তারা চুনারুঘাটের দিকে ফিরছিল। পথিমধ্যে চন্ডী মাজারের পাশে রামগঙ্গা ব্রীজ এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রন হারিয়ে উল্টে যায়।
তিনি আরও জানান, পরে পিছন দিক থেকে আসা একটি ট্রাক তাদেরকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তারা নিহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার করে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ
 
                         
                                     
                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        