ভোলার চরফ্যাশন উপজেলার চর কলমি এলাকার মহিমা নামের ৩৫ বছর বয়সের এক গৃহবধূ শনিবার রাতে সাপের কামড়ে আহত হন। পরিবারের লোকজন রাতেই আহত মহিমাকে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
রবিবার সকাল ৯টার দিকে সে মারা গেছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানান। তবে রোগীর স্বজনদের দাবী, ভোলা সদর হাসপাতালের কর্তবরত চিকিৎসক তাদের সঠিক ভাবে চিকিৎসা সেবা না দেওয়ায় তাদের রোগী মারা গেছে।
এ ব্যাপারে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ সৈয়দ আবু আহাম্মদ সাফী বলেন, ডাক্তারের অবহেলায় সাপে কাটা রোগী মারা গেছেন এমন একটা অভিযোগ রোগীর স্বজনরা দিয়েছে। তাৎক্ষণিক এ বিষয়ে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তকারি কমিটিকে আগামী ২৪ ঘন্টার মধ্যে রিপোর্ট জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।বিডি প্রতিদিন/এএম