গোপালগঞ্জে ১২ রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ ‘স্বচ্ছতায়’ জেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে।
গোপালগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মাদ কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় মূল বিষয় আলোচনা করেন শহরের কোর্ট মসজিদের পেশ ইমাম মুফতি মাওলানা মো. হাফিজুর রহমান ও গোপালগঞ্জ সদর উপজেলা মডেল মসজিদের ইমাম মাওলানা আবু ওবায়দা।
অতিতিরক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. গোলাম কবিরের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক এস.এম হুমায়ূন কবীর ও জেলা ত্রাণও পুনর্বাসন কর্মকর্তা মো. আশ্রাফুল আলম।
পরে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এরপর তবারক বিতরণ করা হয়। এছাড়া জেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে ধার্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৬ পালন করা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল