১৭ সেপ্টেম্বর, ২০২৪ ২১:১৬

কারাগার থেকে পালিয়ে যাওয়া আসামি গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি

কারাগার থেকে 
পালিয়ে যাওয়া আসামি গ্রেফতার

গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়ে যাওয়া যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১ এর সদস্যরা। মঙ্গলবার র‌্যাব-১ এর গাজীপুর পোড়াবাড়ি স্পেশালাইজড কোম্পানির সহকারী পরিচালক (অপস অ্যান্ড মিডিয়া) মাহফুজুর রহমান সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। 

গ্রেফতারকৃতের নাম মোঃ কামাল হোসেন (৪৫)। তিনি গাজীপুরের শ্রীপুর থানার কাওরাইদ এলাকার ধনু মোড়লের ছেলে। 

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে শ্রীপুর উপজেলার টেংরা গ্রাম থেকে কামাল হোসেনকে গ্রেফতার করা হয়। তাকে জিএমপির কোনাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে। একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়ে মোঃ কামাল হোসেন কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে কারাবন্দি ছিলেন।

তিনি আরো জানান, ৬ আগস্ট সহিংসতা ও সরকার পতনের উদ্ভুত সংকটপূর্ণ পরিস্থিতিকে কেন্দ্র করে গাজীপুরস্থ কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের ভিতরে থাকা কারাবন্দিরা ভবন থেকে বের হয়ে মারাত্মক অস্ত্র শস্ত্রে সজ্জিত নিয়ে দাঙ্গা-হাঙ্গামা ও অগ্নিসংযোগ শুরু করে। তারা কারাগারের ভিতরে ডিউটিরত কারারক্ষীদের জিম্মি করে পালানোর চেষ্টা করে। এসময় হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কারাবন্দি মোঃ কামাল হোসেনসহ অন্যান্য বন্দিরা কারাভ্যন্তরের বৈদ্যুতিক পিলার ভেঙ্গে তা দিয়ে মই তৈরি করে। পরে ওই মই বেয়ে বাউন্ডারির উপর দিয়ে কারাগার থেকে কামালসহ ২০৯ জন কারাবন্দি পালিয়ে যায়। এ ঘটনার পর কারাগারের জেলার মো. লুৎফর রহমান বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

ঘটনার পর র‌্যাব-১ গাজীপুর পোড়াবাড়ি স্পেশালাইজড কোম্পানির একটি দল বিষয়টি আমলে নিয়ে ছায়া তদন্ত শুরু করে। পরে গোপন সংবাদের ভিত্তিতে আসামির অবস্থান নিশ্চিত হয়ে শ্রীপুরের টেংরা এলাকায় অভিযান চালিয়ে পলাতক কারাবন্দি কামাল হোসেনকে গ্রেফতার করে র‌্যাব-১ এর সদস্যরা।  

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর