বগুড়ায় র্যাবের অভিযানে পিকআপ ভর্তি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব। জেলার শেরপুর উপজেলার শেরপুর-নন্দীগ্রাম আঞ্চলিক সড়কের বানীয়া গোন্দাইল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত দুই যুবক হলেন কুষ্টিয়া জেলার ইসলামী বিশ্ববিদ্যালয় উপজেলার হরিনারায়ণপুর এলাকার দেলোয়ার হোসেনের ছেলে কামরুল ইসলাম (২৩) এবং কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার কাশিপুর এলাকার মৃত মকবুল হোসেন ছেলে রহিজ উদ্দিন (৩৬)। আজ বুধবার র্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় রংপুর থেকে বগুড়ার নন্দীগ্রামে একটি পিকআপ ভর্তি গাঁজার চালান প্রবেশ করছে। তখন র্যাবের একটি টিম বগুড়া জেলার শেরপুর উপজেলার বানীয়া গোন্দাইল এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়িকে আটক করে। অভিযানে একটি মিনি পিকআপ, তিনটি মোবাইল, ৫টি সীম কার্ড ও নগদ ৭০০ টাকা জব্দ করা হয়।
র্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন জানান, আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আসামিদের শেরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ