দিনাজপুরের নবাগত পুলিশ সুপার নাজমুল হাসানের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় দিনাজপুর সুপার কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
নবাগত পুলিশ সুপার সাংবাদিকদের বক্তব্য গুরুত্ব সহকারে শোনেন ও বিভিন্ন সমস্যা সমাধানে দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইমস) মোঃ আনোয়ার হোসেন, দিনাজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ জিন্নাহ আল মামুনসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা ও দিনাজপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরুপ বকসি বাচ্চু, সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, প্রেসক্লাবের সাবেক সভাপতি চিত্ত ঘোষ প্রমূখ।
উল্লেখ্য, গত ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগের পর পরিবর্তিত পরিস্থিতিতে আগের পুলিশ সুপার বদলি হওয়ায় ৭সেপ্টেম্বর নাজমুল হাসান দিনাজপুরের নতুন পুলিশ সুপার হিসেবে যোগদান করেন।
বিডি প্রতিদিন/এএম