বরিশালের গৌরনদীতে বন্ধুদের সাথে গোসল করতে নেমে পুকুরের পানিতে ডুবে কলেজছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে গৌরনদী উপজেলা পরিষদ চত্ত্বরের পুকুরে এ ঘটনা ঘটে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।
মৃত ফাহিম বিন ফিরোজ রাতুল (২০) গৌরনদী পৌরসভার চরগাধাতলী মহল্লার বাসিন্দা ব্যবসায়ী টিটু ফকিরের একমাত্র ছেলে। রাতুল বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের অনার্সের শিক্ষার্থী।
গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বিপুল হোসেন বলেন, বিকেলে রাতুল ও তার বন্ধু পুকুরে গোসল করতে আসে। রাতুল দুইবার সাঁতরে পুকুরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যায়। তৃতীয়বার যাওয়ার সময় ঘাট থেকে একটু দূরে গিয়ে ডুবে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরীরা গিয়ে পুকুর থেকে রাতুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।বিডি প্রতিদিন/এএ