১০ অক্টোবর, ২০২৪ ২১:৫৪

হালুয়াঘাটে বন্যাদুর্গত এলাকা পরিদর্শনে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি

হালুয়াঘাটে বন্যাদুর্গত এলাকা পরিদর্শনে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব

হালুয়াঘাটে ত্রাণ বিতরণকালে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব মো. সাইফুল্লাহ পান্না

ময়মনসিংহের হালুয়াঘাটে বন্যাদুর্গত এলাকায় বানভাসিদের মাঝে ত্রাণ সামগ্রী ও রান্না করা খাবার বিতরণ করেছেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব মো. সাইফুল্লাহ পান্না। বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুরে উপজেলায় বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন তিনি। বিভিন্ন এলাকা পরিদর্শন শেষে উপজেলার বিলডোরা ইউনিয়নের রহেলা এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্তদের সাথে মতবিনিময় করেন সচিব।
মতবিনিময় সভায় জেলা প্রশাসক মুফিদুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে সাইফুল্লাহ পান্না বলেন, ‌' বন্যা চলাকালীন আপনাদেরকে সহযোগিতার জন্য সরকার যেমনভাবে পাশে আছে, বন্যা পরবর্তী পুনর্বাসনেও সেভাবে পাশে থাকবে। সরকারের মাঠ পর্যায়ের সকল স্তরের প্রতিনিধি আপনাদের সেবায় নিয়োজিত। এ সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স।'
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া। আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এরশাদুল আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) জান্নাত, হালুয়াঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার সাগর সরকার, সেনাবাহিনী প্রতিনিধি মেজর কাউসার মেহেদিসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। 
এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় স্থানীয় প্রায় ২৫০ জন বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী এবং প্রায় ৩শ' জনের মাঝে রান্না করা খিচুড়ি বিতরণ করা হয়। বিতরণ কার্যক্রম শেষে সচিব হালুয়াঘাট কেন্দ্রীয় দুর্গা মন্দিরে পূজা মণ্ডপ পরিদর্শন করেন। মণ্ডপ পরিদর্শন শেষে উপজেলার কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।

বিডি প্রতিদিন/মুসা

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর