গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালিয়াকৈর বাজারের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র অতিরিক্ত দামে বিক্রি করার দায়ে তিন দোকানিকে ৩৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রবিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার দিল আফরোজ। এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২০০৯ এর ৩৭, ৩৮, ৫২ ধারায় হরেকৃষ্ণ সাহা ৫ হাজার টাকা, প্রদীপ সাহা ২ হাজার টাকা, মনতোষ পালকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন ভূমি নাজির আতিকুর ইসলামসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা।
বিডি প্রতিদিন/হিমেল