গোপালগঞ্জের কোটালীপাড়ায় কালীপূজা উপলক্ষ্যে নৌকাবাইচের আয়োজন করা হয়েছে। বাইচ দেখতে নদের দুই পাড়ে হাজারো মানুষ ভিড় জমায়।
শুক্রবার রাধাগঞ্জ উপজেলার ঘাঘর নদের খেজুরবাড়ি থেকে মান্দ্রা পর্যন্ত প্রায় দুই কিলোমিটারজুড়ে এ নৌকাবাইচ হয়। দুপুর ২টার দিকে এই বাইচ শুরু হয়ে চলে সন্ধ্যা পর্যন্ত।
রাধাগঞ্জ বাজার বণিক সমিতি এর আয়োজন করে। উপজেলাসহ এর আশপাশের এলাকা থেকে আসা প্রায় অর্ধশত বাইচ দল অংশ নেয়। বাইচ ঘিরে নদের দুই পাড়ে বসেছিল গ্রামীণ মেলা। এছাড়া, ছোট ছোট নৌকায় বাদাম, চানাচুর, মুড়ি-মুড়কির ভাসমান দোকান নিয়ে অনেককেই বেচাকেনা করতে দেখা গেছে।
নৌকাবাইচ দেখতে আসা মাদারীপুর জেলার রাজৈর উপজেলার লখন্ডা গ্রামের নিটুল রায় বলেন, এখানে নৌকাবাইচ দেখতে এসেছি। অনেক দিন পর উৎসবমুখর পরিবেশে প্রাণবন্ত নৌকাবাইচ উপভোগ করলাম।
কোটালীপাড়া উপজেলার তারাশী গ্রামের মনু দাড়িয়া বলেন, আমি একটি ট্রলার (ইঞ্জিনচালিত নৌকা) নিয়ে আমার পরিবার ও আত্মীয়-স্বজন নিয়ে নৌকাবাইচ দেখতে এসেছি। আমাদের সাথে কয়েকটি শিশু আছে, যারা জীবনে এই প্রথম নৌকাবাইচ দেখল। এই বাইচ দেখে তারা খুব আনন্দ পেয়েছে।
গণমাধ্যম কর্মী মনিরুজ্জামান জুয়েল বলেন, কোটালীপাড়া উপজেলায় এক সময় অর্ধশত স্থানে দুর্গা, লক্ষ্মী, কালী ও বিশ্বকর্মা পূজায় নৌকাবাইচ হতো। কালের বিবর্তনে খাল এবং নদী দখল ও ভরাট হয়ে যাওয়ায় ঐতিহ্যবাহী নৌকাবাইচ হারিয়ে যেতে বসেছে। বিনোদনমুখী নৌকাবাইচকে ধরে রাখার জন্য আমি উপজেলার নদী ও খাল দখলমুক্ত এবং খননের দাবি জানাচ্ছি।
নৌকাবাইচ শেষে সন্ধ্যায় রাধাগঞ্জ বাজার বণিক সমিতির পক্ষ থেকে অংশগ্রহণকারী বাছারী নৌকাগুলোর মালিকদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
এ সময় রাধাগঞ্জ বাজার বণিক সমিতির নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/