জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহকে হত্যার হুমকির প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন পালন করেছেন শিক্ষকরা।
বৃহস্পতিবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স মাস্টার্স শিক্ষক ফেডারেশন দিনাজপুর জেলা শাখা এই মানববন্ধন পালন করে।
মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স মাস্টার্স শিক্ষক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও দিনাজপুর আদর্শ কলেজের প্রভাষক মো. মেহরাব আলী, কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি সম্পাদক শামীমা ইয়াসমিন, জেলা শাখার সভাপতি মহাদেব শর্মা ও সাধারণ সম্পাদক মো. বন্দে আলী মিয়া।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা কমিটির সদস্য প্রভাষক রিয়াজুল করিম, স্বপন, এনামুল হক, শামীম হোসেন।
উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা কমিটির সদস্য প্রভাষক মানিক, আবু তাহের, শহীদুল্লাহ সাদী, সাজমিন সুলতানা, হাবিবুর রহমান, জসিম উদ্দিন, জুয়েল, রুপা রানী দাসসহ আটটি কলেজের শিক্ষকরা।
বিডি প্রতিদিন/ইই