মানিকগঞ্জে পিকআপ-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুই মোটর সাইকেল আরোহী নিহত হন। গুরুতর আহত অবস্থায় একজন কে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার দুপুরে সিংগাইর উপজেলার তালেবপুর ইউনিয়নের ইরতা উচ্চ বিদ্যালয়ের সামনের সড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সিংগাইর উপজেলার ইতরা গ্রামের নূর হোসেনের ছেলে মো. বাঁধন (১৮) আরেকজন হলেন সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের মৃত পাংকু মিয়ার ছেলে রাতুল হোসেন (২৫)।
প্রত্যক্ষদর্শীরা বলেন, মোটরসাইকেলে তিনজন ছিলেন ঘটনাস্থলেই এজজন মারা যায়। গাড়িটি আটক হলেও চালক পালিয়ে যায়। সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল ইসলাম বলেন, ঘটনাস্থলেই চালক বাঁধন মারা যায়। বাকি দুজনকে উদ্ধার করে হাসপাতালে আনলে রাতুলকে ডাক্তার মৃত ঘোষণা করে। অন্য আরোহী লাদেন চিকিৎসাধীন অবস্থায় রয়েছে তবে তিনি শংকামুক্ত নন বলে জানা গেছে। ঘটনানর চালক পারিয়ে যায় তবে পিকআপ টি আটক করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম