পাবনার আতাইকুলায় এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল ৬টার দিকে আতাইকুলার গঙ্গারামপুরের আকিজ জুট মিল ও ঢাকা-পাবনা মহাসড়কের পাশের পেঁয়াজক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মরদেহটি গঙ্গারামপুর পীরপুরের আসলাম কসাইয়ের ছেলে আসিফের (৩২)। তিনি মানসিক রোগী ছিলেন বলে স্থানীয়রা নিশ্চিত করেছেন।
স্থানীয় ও পুলিশ জানায়, আতাইকুলার গঙ্গারামপুরের পীরপুরে গতরাতে একটি ইসলামী জলসা হয়। সেখানে জলসা শুনতে যান মৃত যুবক আসিফও। জলসা শেষে সবাই বাড়ি ফিরলেও তিনি যাননি। মানসিক ভারসাম্য না থাকায় তিনি মাঝে মাঝেই বাড়ি ফিরতেন না। এজন্য পরিবারও তেমন খোঁজাখুঁজি করেনি। পরে শুক্রবার সকাল ৬টার দিকে কৃষকরা জমিতে কাজ করতে গেলে ঢাকা-পাবনা মহাসড়কের গঙ্গারামপুরের আকিজ জুট মিলের পাশের পেঁয়াজের জমিতে অর্ধ বিচ্ছিন্ন গলাকাটা অবস্থায় ওই যুবকের মরদেহ দেখতে পায়। স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে।
এ ব্যাপারে আতাইকুলা থানার ওসি এ.কে.এম হাবিবুল ইসলাম বলেন, ভোরে কৃষকরা জমিতে কাজ করতে এসে মরদেহ দেখতে পেয়ে আমাদের খবর দেয়। রাতের মধ্য বা শেষভাগে হত্যাকাণ্ডটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। জেলা পুলিশের ঊর্ধ্বতন সকল কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। হত্যার কারণ সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা চলছে।
বিডিপ্রতিদিন/কবিরুল