রংপুর-দিনাজপুর মহাসড়কের চিরিরবন্দরে মোটরসাইকেলের ধাক্কায় আনিছুর রহমান নামে এক বাইসাইকেল চালকের মৃত্যু হয়েছে।
রবিবার আনুমানিক বেলা ১১টায় রংপুর-দিনাজপুর মহাসড়কের চিরিরবন্দরের রানীরবন্দরের কলেজ মোড় নামক স্থানে এ সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহত আনিছুর রহমান (৪০) চিরিরবন্দর উপজেলার সাতনালা ইউনিয়নের জোত সাতনালা গ্রামের মানু মাস্টারপাড়ার শওকত আলীর ছেলে এবং সাতনালা এম এল উচ্চ বিদ্যালয়ের নৈশপ্রহরী।
স্থানীয়রা জানায়, রবিবার ওই সময় আনিছুর রহমান রানীরবন্দর থেকে বাইসাইকেল যোগে সৈয়দপুর শহরের দিকে যাচ্ছিলেন। তিনি রানীরবন্দরের কলেজ মোড়ে পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি দ্রুতগতির মোটরসাইকেল বাইসাইকেলটিকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে বাইসাইকেল চালক আনিছুর রহমান মহাসড়কে পড়ে গিয়ে গুরুতর আহত হন। এ সময় স্থানীয় লোকজন আহত আনিছুর রহমানকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তিনি সেখানেই মৃত্যুবরণ করেন।
চিরিরবন্দরের সাতনালা এম এল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুর রাজ্জাক মানু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিডিপ্রতিদিন/কবিরুল