কক্সবাজারে সরকারি কাজে বাধা প্রদান ও র্যাব সদস্যদের ওপর হামলাকারী চারজন দুর্বৃত্তকে গ্রেফতার করেছে র্যাব। কক্সবাজার শহরের লাবনী পয়েন্ট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া অফিসার) মো. কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছে।
র্যাব সূত্র জানায়, পর্যটন মৌসুমে পর্যটন নগরী কক্সবাজারে আগত পর্যটকদের টার্গেটকারী ভয়ংকর ছিনতাইকারীদের আইনের আওতায় আনাসহ পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে র্যাব- ১৫, কক্সবাজারের আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে লাবনী পয়েন্ট এলাকার সুগন্ধা-হোটেল কক্স টুডে রোডে অবৈধ মাদক ও অস্ত্র উদ্ধারের জন্য অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে।
চেকপোস্ট চলাকালীন কক্সবাজার সদর থানার সুগন্ধা পয়েন্ট এলাকা থেকে আসা কয়েকটি মোটরসাইকেলকে থামার সংকেত দিলে মোটরসাইকেল না থামিয়ে কৌশলে চেকপোস্ট অতিক্রমকালে র্যাব সদস্যরা তাদের থামায়। এ সময় র্যাবের আভিযানিক দল মোটরসাইকেল আরোহীদের নাম-ঠিকানা জানতে চাইলে তারা তাদের পরিচয় দিতে অস্বীকৃতি জানায় এবং সরকারি কাজে সহযোগিতা না করে র্যাব সদস্যদের সাথে বাক-বিতণ্ডায় লিপ্ত হয়।
একপর্যায়ে র্যাবের আভিযানিক দলে থাকা সদস্যদের মারতে উদ্যত হয় এবং তাদের গতিবিধি ও আচরণ দেখে ধারণা করা হয় যে, তাদের মধ্যে বেশির ভাগই মদ্যপ অবস্থায় ছিল। এ ছাড়াও অজ্ঞাতনামা ৪/৫ জন আসামিরা মোটরসাইকেল রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। সরকারি কাজে বাধা প্রদান ও র্যাব সদস্যদের ওপর হামলা করায় চারজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন-মো. আক্তার কামাল সোহেল, মো. নুরুল আমিন হেলালী, ইয়াছিন আরাফাত ও মো. সাইফুল ইসলাম। এসময় ৩টি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।
এদিকে, কক্সবাজার সদর থানাধীন সমিতি পাড়া বাজার এলাকা থেকে ডাকাতি, ছিনতাই ও একাধিক মামলার সাজা পরোয়ানাভুক্ত একজন পলাতক আসামি আব্দুস শক্কুরকে (১৯) গ্রেফতার করেছে র্যাব-১৫। ১০ নভেম্বর সকালে শহরের সমিতি পাড়া বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে কক্সবাজার পৌরসভার দক্ষিণ রুমালিয়ারছড়ার মো. আব্দুর হানিফের ছেলে।
বিডি প্রতিদিন/এমআই