দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারার প্রতিবাদে ভালুকায় অবস্থান কর্মসূচি, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা।
আজ রবিবার (১০ নভেম্বর) সকাল থেকে দিনব্যাপী উপজেলা সদরের প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নেয় ছাত্রদল, যুবদল, কৃষকদল, স্বেচ্ছাসেবকদলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এসময় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগসহ আওয়ামী লীগ এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিরুদ্ধে খণ্ড খণ্ড বিক্ষোভ মিছিল করেন তারা। পরে প্রতিবাদ সভায় বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ, যুগ্ম আহ্বায়ক গোলজার হোসেন, সাখাওয়াত হোসেন পাঠান, অ্যাডভোকেট ওসমান গনি মল্লিক মাখন, প্রিন্সিপাল আব্দুল্লাহ আল মামুন খালেক পাঠান, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আহসান উল্লাহ খান রুবেলসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এসময় উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আজমল হোসেন ফারুক, এম এ খালেক, সাইদুর রহমান, উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তাজমুল হোসেন মন্ডল, জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক মতিউর রহমান মিল্টন, সহ দপ্তর সম্পাদক মাসুদ রানা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তোজাম্মেল হক বকুল, উপজেলা কৃষকদলের আহ্বায়ক তারিকুল ইসলাম তারু, সদস্য সচিব মেজবাহ উদ্দিন মাসুদ, পৌর কৃষকদলের সদস্য সচিব তোফায়েল আহমেদ টুটুল, উপজেলা শ্রমিকদলের যুগ্ন সম্পাদক শাহাদত হোসেন, বানিছুর রহমান, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার রিয়াদ পাঠান, পৌর ছাত্রদলের আহ্বায়ক মিয়াদ খান, পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক ইকরামুল হাসান কায়েসসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/জামশেদ