পতিত আওয়ামী লীগের বিচারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের উদ্যোগে গণজমায়েত অনুষ্ঠিত হয়েছে। রবিবার সরকারি আজিজুল হক কলেজ ক্যাম্পাসে এই গণজমায়েত অনুষ্ঠিত হয়।
ঐতিহাসিক কলেজ বটতলায় আয়োজিত গণজমায়েতে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের নেতা আবু হুরায়রা, আল-জাবের, সাকিব খান, আজিম উদ্দিন, আব্দুল্লাহ আল মামুন প্রমূখ।
ছাত্রনেতারা বলেন, শেখ হাসিনা ফ্যাসিবাদী কায়দায় দেশকে শোষণ করেছেন। তার নির্দেশে গণহত্যার ঘটনা ঘটেছে। দেড় হাজারের বেশি ছাত্র-জনতাকে খুন করে দেশ ছেড়ে পালানোর পর এখন ভারতের মাটিতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। খুনি হাসিনা ও তার দোসরদের আর কখনোই এদেশের মাটিতে শেকড় গাড়তে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন ছাত্রনেতারা।
বিডি প্রতিদিন/আরাফাত