পিরোজপুরে আওয়ামী লীগের দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচির আয়োজন করেছে জেলা জামায়াত।
রবিবার বিকেলে জেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে শহরের বড় মসজিদ মোড়ে পথসভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হকের নেতৃত্বে অনুষ্ঠিত মিছিলটি শহরের বড় মসজিদ মোড় থেকে শুরু হয়ে কৃষ্ণচূড়া মোড় এলাকাসহ শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপর বড় মসজিদ মোড়ে পৌর আমির মাওলানা আব্দুর রাজ্জাকের পরিচালনায় পথসভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি জহিরুল হক ও মাওলানা সিদ্দিকুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।
এ সময় বক্তারা বলেন, আওয়ামী লীগের মন্ত্রী-এমপিসহ হাজার হাজার নেতাকর্মী পালিয়ে গেছে। তারা এখন ষড়যন্ত্রমূলক ওডিও-ভিডিও ছেড়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।
অপপ্রচারকারীদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান তারা। পাশাপাশি, শান্তি প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত মাঠে থাকার ঘোষণা দেন।
বিডি প্রতিদিন/ইই