শেরপুর সরকারি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী দরিদ্র পরিবারের সুমন মিয়াকে ছয় দিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। সুমনের পরিবারের দাবি একটি মেয়ের ত্রিভুজ প্রেমের ফাঁদে পড়ে সুমন অপহরণের শিকার হয়েছে।
পরিবার বলছে, সুমন গত ৪ নভেম্বর রাতে শহরের কসবা বারেক পাড়া যাওয়ার পথে বাগরাকসা কাজীবাড়ি পুকুরপাড় এলাকা থেকে অপহরণের শিকার হয়। পরে এ ঘটনায় তার মা-বাবা অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে ওই রাতে প্রথমে একটি জিডি এবং পরে শেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার এজাহার ও পরিবার সূত্রে জানা গেছে, একই কলেজের ছাত্রী ও প্রতিবেশী এক মেয়ের সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে মাস ছয় আগে। ঘটনার দিনে সুমন মিয়া ও প্রেমিকা রাস্তাায় দাঁড়িয়ে বিয়ে সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলছিলেন। এসয় ২/৩ জন যুবক সুমনকে একটি সিএনজিতে উঠিয়ে নিয়ে যায়। তার পর থেকেই সুমনকে আর পাওয়া যাচ্ছে না। ওই যুবকদের সাথে ওই মেয়ের প্রেম ও সুমনের প্রেম ঘটিত বিষয় নিয়ে ঝামেলা চলছিল। এনিয়ে ওই দিন রাতেই পরিবার শেরপুর সদর থানায় একটি ডায়েরি করেন। কিন্ত পুলিশ কোনো কুল কিনারা করতে পারেনি। আজ দুপুরে শেরপুর সদর থানায় নিয়মিত মামলা হিসেবে অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গেছে।
এদিকে আজ দুপুরে (১০ নভেম্বর) সুমনের মা-বাবা, এলাকাবাসী ও সুমনের বেশ কয়েকজন সহপাঠীসহ শেরপুরের পুলিশ সুপারের সাথে সাক্ষাৎ করেছেন। সাক্ষাতে পুলিশ সুপারের সাথে কথা বলার সময় সুমনের বাবা জ্ঞান হারিয়ে এখন হাসপাতালে চিকিৎসাধীন।
শেরপুরে পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম বলেন, নিশ্চয়ই পুলিশ বসে নেই। বিষয়টি আরও গুরুত্ব সহকারে দেখতে সংশ্লিষ্ঠ কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল