শেরপুর সরকারি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী সুমন মিয়াকে সাত দিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। সুমনের পরিবারের অভিযোগের প্রেক্ষিতে রবিবার অভিযুক্ত প্রেমিকা ও তার বাবা আজিম উদ্দিনকে শহরের কাজীবাড়ি পুুকুরপাড় এলাকার বাসা থেকে গ্রেফতার করেছে পুলিশ।
মামলার এজাহার ও পরিবার সূত্রে জানা গেছে, সুমনের সাথে একই কলেজের ছাত্রীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে মাস ছয় আগে। ঘটনার দিন সুমন মিয়া ও প্রেমিকা রাস্তায় দাঁড়িয়ে দুজনের বিয়ে সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলছিলেন। এসময় ২/৩ জন যুবক সুমনকে একটি সিএনজিতে উঠিয়ে নিয়ে যায়। তারপর থেকেই সুমনকে আর পাওয়া যাচ্ছে না।
এই অপহরণ নিয়ে ঘটনার দিন রাতেই পরিবার শেরপুর সদর থানায় একটি ডায়েরি করেন। রবিবার দুপুরে শেরপুর সদর থানায় মামলা হলে প্রেমিকা ও তার বাবাকে পুলিশ গ্রেফতার করে।
সদর থানার ওসি জুবাইদুল ইসলাম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে কলেজছাত্রী ও তার বাবার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।
শেরপুরে পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম বলেন, বিষয়টি আরও গুরুত্ব সহকারে দেখতে সংশ্লিষ্ট কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে। ইতোমধ্যে দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল