পাবনায় পাবলিক প্রসিকিউটর নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে বিক্ষোভ ও সংবাদ সম্মেলন করেছেন আইনজীবীদের একাংশ।
বৃহস্পতিবার দুপুরে পাবনা প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন তারা।
তাদের অভিযোগ, বৈষম্য ও অযোগ্য অনিয়মিত প্র্যাক্টিশনার ও লাইসেন্সধারী ঠিকাদারসহ বেশ কয়েকজনকে পাবলিক প্রসিকিউটরে নিয়োগ দেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পাবনা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাজমুল হোসেন শাহীন ও পাবনা জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট মলয় কুমার দাস রায়।
এ সময় তারা বলেন, লাইসেন্সধারী ঠিকাদার গণঅধিকার পরিষদের সহ-সভাপতি অ্যাডভোকেট গোলাম সরোওয়ার খান জুয়েলসহ বর্তমান ক্যাবিনেটে ফ্যাসিবাদের দোসর বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের অ্যাডভোকেট সালমা পারভীন রুমা ও ফারজানা পারভীনসহ পাবলিক প্রসিকিউটরে নিয়োগ দেওয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এই নিয়োগ বাতিল না হওয়া পর্যন্ত পাবনার কোনও পাবলিক প্রসিকিউটরকে কোনও কর্ম পরিচালনা করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তারা। পরে তারা শহরে বিক্ষোভ করেন।
এ বিষয়ে অ্যাডভোকেট গোলাম সরোওয়ার খান জুয়েল জানান, আমাকে পিপি নিয়োগ দেওয়ায় একটি মহল নাখোশ হয়ে অপপ্রচার চালাচ্ছে, তারা যেসব অভিযোগ এনেছেন তা সম্পূর্ণ মিথ্য ও বানোয়াট।
বিডি প্রতিদিন/একেএ