ফেনী নদীতে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে টাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয়েছে। রবিবার (১ ডিসেম্বর) দুপুরে সোয়া ১২টা থেকে প্রায় সাড়ে ৫ ঘণ্টা ছাগলনাইয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুবল চাকমার নেতৃত্বে ফেনী নদীর ছাগলনাইয়ার সোনাপুর ও চট্টগ্রামের মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের অলিনগর এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৩৭টি মেশিন এবং আনুষাঙ্গিক সরঞ্জামাদি জব্দ করা হয়। জব্দ করা মেশিনগুলোর মধ্যে ৩৩টি ছাগলনাইয়া উপজেলা নির্বাহী অফিসারের হেফাজতে রাখা হয়। যার আনুমানিক আনুমানিক মূল্য ২৯ লাখ ৭০ হাজার টাকা এবং বাকি ৪টি মেশিন ও আনুষাঙ্গিক সরঞ্জামাদি টাস্কফোর্স দল কর্তৃক ঘটনাস্থলে ধ্বংস করা হয়। অভিযানে বাঁধা প্রদান করার অভিযোগে করেরহাট এলাকার মো. ছুট্রু মিয়ার পুত্র মো. শাহাদাত হোসেনকে (৩৫) আটক করে জোরারগঞ্জ থানায় সোপর্দ করা হয়।
অভিযান শেষে ছাগলনাইয়া উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) সুবল চাকমা বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করি। অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
বিডি প্রতিদিন/হিমেল