খাগড়াছড়িতে জেলা পুলিশের উদ্যোগে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) পৌর টাউন হলে এর আয়োজন কর হয়।
এতে প্রধান অতিথি ছিলেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আহসান হাবীব পলাশ। তিনি বলেন, 'গুজবকে এড়িয়ে যেতে হবে। কোন প্রকারে গুজবকে প্রশ্রয় দেওয়া যাবে না। গুজব সম্পর্কে আমাদেরকে সচেতনতা ছড়িয়ে দিতে হবে। জনগণ, ছাত্রজনতার মাধ্যমে নতুন করে আমরা আবার স্বাধীনতা পেয়েছে। বাংলাদেশের প্রতিটি মানুষ সম-অধিকার ভোগ করবে। এখানে কেউ সংখ্যালঘু বা সংখ্যাগুরু বলে ভাগ করা যাবে না। আমাদের মধ্যে কোন বিভেদ থাকবে না। আমরা সবাই মানুষ আমরা বাংলাদেশি। আমাদের মধ্যে সবচেয়ে দরকার সম্প্রতি।'
তিনি আরও বলেন,' শান্তি চুক্তিতে কি থাকতো কি না থাকলো এটা নিয়ে না ভেবে আমাদের প্রকৃত শান্তি আসুক আমরা এটাই চায়। পর্যটক নিয়ে আমাদের ভাবতে হবে পর্যটক আসলে এখানকার লোকজনই লাভবান হয়।'
সম্প্রীতি সমাবেশে জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান, পুলিশ সুপার আরেফিন জুয়েল এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশের শুরুতে পুলিশ সুপার জুলাই আগস্টের বিপ্লবে শহীদদের স্মরণ করে এ সম্প্রীতি সমাবেশের উদ্দেশ্য তুলে ধরেন। পরে উন্মুক্ত আলোচনায় পাহাড়ের নানা সমস্যা, পার্বত্য চট্টগ্রাম চুক্তি, সংঘাত-সংঘর্ষ বন্ধ, পাহাড়ি বাঙালির মাঝে সম্প্রীতি বজায় রাখা, জোরদার, নিরাপত্তায় প্রশাসনের ভূমিকাসহ এধরনের সমাবেশের উপর গুরুত্বারোপ করা হয়।
বিডি প্রতিদিন/এমএস