কুমিল্লায় ধর্মীয় সম্প্রীতির শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার কুমিল্লা জেলা পুলিশের আয়োজনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ার বাজার বিশ্বরোডে এ শোভাযাত্রার আয়োজন করা হয়।
‘ঐক্যবদ্ধ বাংলাদেশ, ছড়াবে না বিদ্বেষ’ এ স্লোগানে ঘণ্টাব্যাপী আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সকল ধর্মের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা সদর দক্ষিণ সার্কেল প্রধান এ কে এম ইমরানুল হক মারুফ, নব শালবন বিহারের অধ্যক্ষ শীল ভদ্র মহাথের, বিজয়পুর কেন্দ্রীয় মন্দিরের সেবায়েত হরিভূষণ পাল, বামিশা মসজিদের ইমাম ও খতিব মুফতি মো. শহিদুল্লাহ, সনাতন ধর্মাবলম্বী নিহার দত্ত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা জেলার যুগ্ম আহ্বায়ক মো. আল আমিন ও সদর দক্ষিণ থানার সদস্য শরিফুল ইসলাম রাকিব প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম।
আলোচনা অনুষ্ঠানে অতিথিরা বলেন, প্রতিটি ধর্ম শান্তির বার্তা দেয়। আমরা কোনো গুজবে কান দেব না। আমাদের দেশ কীভাবে চলবে, এটা দেশের জনগণ সিদ্ধান্ত নেবে।
বিডি প্রতিদিন/এমআই