মুন্সীগঞ্জের গজারিয়ায় ফুলদী নদীতে গড়ে ওঠা অবৈধ মাছের ঘের উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানের সময় ম্যাজিস্ট্রেট দেখে অবৈধ ঘের ছেড়ে পালিয়ে যান মালিক। এসময় বাঁশ ও জাল কেটে সরিয়ে দেওয়া হয় কচুরিপানা।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে উপজেলার রসুলপুর গ্রাম সংলগ্ন ফুলদী নদীতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মামুন শরিফের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত চালিয়ে এ উচ্ছেদ করা হয়।
জেলে জীবন সরকার বলেন, নদীতে ঘের থাকার কারণে আমরা জাল টানতে পারি না। এমনকি মাছ মারতে গেলে ঘের মালিকরা বাধা দেয়। আমরা যদি মাছ না ধরতে পারি, তাহলে পরিবার নিয়ে বাঁচব কীভাবে।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুন শরিফ বলেন, এক ধরনের মাছের ঘের যা তিনদিকে বাঁশ পুঁতে, ডালপালা ফেলে, কচুরিপানা আটকে তৈরি করা হয়। ঘের এবং নদীর মাছ জায়গাটিকে অভয়ারণ্য মনে করে মাছ ঘেরে আশ্রয় নেয়। যেখানে সাধারণ জেলেদের মাছ ধরার কোনো অধিকার থাকে না। আর আইনত এ ধরনের ঘের অবৈধ। যারা অবৈধভাবে মাছের ঘের দিয়ে দেশের সম্পদ নষ্ট করছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাসহ অবৈধ ঘের ধ্বংসের অভিযান অব্যাহত থাকবে।
বিডি প্রতিদিন/এমআই