ভারতের আগড়তলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদ ও ইসকন নিষিদ্ধের দাবিতে গাজীপুরের কালিয়াকৈরে বিক্ষোভ ও মশাল মিছিল হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কালিয়াকৈর উপজেলা শাখার উদ্যোগে সফিপুর বাজার এলাকায় এই বিক্ষোভ ও মশাল মিছিল করা হয়।
সফিপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদ থেকে বিক্ষোভ ও মশাল মিছিলটি শুরু হয়ে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন দিক প্রদক্ষিণ করে সফিপুর মর্ডান হাসপাতালের সামনে শেষ হয়।
এসময় বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক শাহদাত হোসাইন রাতুল, মেহেদী হাসান ফাহাত, রাকিবুল ইসলাম, মেহেদি হাসান ও উমর ফারুক প্রমুখ।
বিডি প্রতিদিন/এমআই