সিরাজগঞ্জে প্রায় ৬৬ লাখ টাকা মূল্যের ৬৬০ গ্রাম হেরোইনসহ নিলুফার ইয়াসমিন (৩৫) নামে নারী মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে যমুনা সেতু পশ্চিম পাড়ে রেলওয়ে ষ্টেশনে র্যাব-১২ সদস্যরা তাকে আটক করে। আটক নিলুফার ইয়াসমিন চাঁপাইনবাবগঞ্জ জেলা সদরের জাদুপুর গ্রামের মো. সাহাবুল ইসলামের স্ত্রী।
শুক্রবার দুপুরে র্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার দীপঙ্কর ঘোষ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যমুনা সেতুর পশ্চিম রেলওয়ে স্টেশনে এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ৬শ৬০ গ্রাম হেরোইনসহ নারী মাদক বিক্রেতা নিলুফার ইয়াসমিনকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক মুল প্রায় ৬৬ লাখ টাকা। তাকে সিরাজগঞ্জ বাজার রেলওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম