বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ড. সৈয়দ জামিল আহমেদ বলেছেন, আমরা একটি সাংস্কৃতিক যুদ্ধের মাঝখানে আছি। ভারতের মিডিয়া যেভাবে পুরো বাংলাদেশকে চিত্রায়িত করছে তার বিপরীতে আমরা দেখাতে চাচ্ছি আমাদের এ দেশটা সম্প্রীতির একটা দেশ। আমরা সবাই মিলে একসাথে থাকি। আমার ধর্ম যাই হোক না কেন আমি সকল ধর্মের উৎসবে অংশগ্রহণ করতে পারি।
শুক্রবার বিকালে জেলার দুর্গাপুর উপজেলার বিরিশিরি কালচারাল একাডেমিতে গারোদের ওয়ানগালা উৎসবে তিনি এসব কথা বলেছেন।
এসময় তিনি আরো বলেন, শিল্পকলার খুব গুরুত্বপূর্ণ ভূমিকা হচ্ছে শিল্পকলা যেন সকল কিছুর কেন্দ্রে অবস্থান করতে পারে। শিল্পকর্ম যেন জনগণের হতে পারে। শিল্পকর্ম যেন মানুষের মাঝখানে উৎসব নিয়ে আসতে পারে। বাংলাদেশটা যেন উৎসবমুখর থাকে।
নেত্রকোনার দুর্গাপুর ক্ষুদ্র-নৃ-গোষ্ঠী ও জেলা শিল্পকলা একাডেমির যৌথ আয়োজনে কালচারাল একাডেমিতে গারোদের নিজস্ব সংস্কৃতিকে ধরে রাখতে এবারও অনুষ্ঠিত হলো ওয়ান গালা উৎসব।
শুক্রবার বিকালে জেলা প্রশাসক বনানী বিশ্বাসের সভাপতিত্বে উৎসবের উদ্বোধন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ড. সৈয়দ জামিল আহমেদ।
শস্যদেবতার তুষ্ট করা পূজা শেষে একাডিমির হলরুমে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠন হয়। কালচারাল একাডেমির পরিচালক সুজন হাজংয়ের পরিচালনায় একের পর এক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন।
বিডি প্রতিদিন/হিমেল