চাঁদপুরে আধুনিক নৌবন্দর নির্মাণে ক্ষতিগ্রস্ত ১২৭ জন পরিবার ও ব্যবসায়ীকে ক্ষতিপূরণ হিসেবে ৩ কোটি ২৭ লাখ টাকার চেক প্রদান করা হয়েছে।
শনিবার (৭ ডিসেম্বর) সকালে শহরের মাদ্রাসা রোডস্থ দারুল উলুম মাদ্রাসা মাঠে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের হাতে এসব চেক তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। একাজে সহায়তা করে সোশ্যাল এনজিও।
এসময় উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক মো: ফরহাদুজ্জামান, পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, সাধারণ সম্পাদক অ্যাড. হারুনুর রশিদ, সদর মডেল থানার ওসি (তদন্ত) রাজিব চক্রবর্তীসহ সুধীজন।
বিডি প্রতিদিন/হিমেল