ফরিদপুরের ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে ভাঙ্গা থানা পুলিশ। মঙ্গলবার (১০ ডিসেম্বর) দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন-ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও তুজারপুর ইউনিয়নের জান্দি গ্রামের বাসিন্দা মো. আসলাম খান (৪২) ও ভাঙ্গা পৌর যুবলীগের সভাপতি ও ভাঙ্গা পৌরসভার নুরপুর মহল্লার বাসিন্দা মো. জাকারিয়া মাতুব্বর (৪৮)।
ভাঙ্গা থানা সূত্রে জানা যায়, বিএনপির নেতা-কর্মীদের ওপর ককটেল হামলার অভিযোগে গত ১১ নভেম্বর ভাঙ্গা পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম বিটু মুন্সী বাদী হয়ে ফরিদপুর-৪ আসনের সাবেক এমপি মজিবুর রহমান চৌধুরী নিক্সনসহ আওয়ামী লীগের ৫৯ জন নেতা -কর্মীর নাম উল্লেখ করে মামলা করেন। এ মামলায় ৪০-৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। এ মামলায় ওই নেতাকে গ্রেফতার করা হয়েছে।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোকছেদুর রহমান বলেন, ককটেল হামলার ঘটনায় সদ্ধিগ্ধ আসামি হিসেবে ওই দুজনকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/জামশেদ