বাগেরহাটের মোরেলগঞ্জে জাতীয়তাবাদী কৃষকদলের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
বুধবার বেলা ১১টার দিকে দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষকদলের সভাপতি মো. জয়নাল আবেদিন।
অন্যান্যের বক্তব্য রাখেন পৌর বিএনপির আহ্বায়ক শিকদার ফরিদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক ফারুক হোসেন সামাদ, এফ.এম শামীম আহসান, অধ্যাপক ফকির রাসেল আল ইসলাম, যুবদল নেতা আলী আজিম বাবুল।
এছাড়াও বক্তব্য রাখেন কৃষকদলের সদস্য সচিব সাদিক শিকদার, পৌর কৃষক দলের আহ্বায়ক ইব্রাহিম হাওলাদার, সদস্য সচিব শহিদুল ইসলাম, মুক্তিযোদ্ধা মঞ্চের সভাপতি বেগ বাদশা প্রমুখ।
বিডি প্রতিদিন/এমএস