শরীয়তপুরের জাজিরায় পদ্মা নদীর চরে কৃষি জমিতে কাজ করতে গিয়ে রাসেলস ভাইপারের কামড়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আশরাফুল ইসলাম (৪০) নামের এক শ্রমিক। এসময় যে সাপটি তাকে কামড়ে দেয় সেটিকে তিনি মেরে সঙ্গে নিয়েই হাসপাতালে আসেন।
পরে চিকিৎসক সাপটিকে রাসেলস ভাইপার বলে চিহ্নিত করে আশরাফুলকে প্রাথমিক চিকিৎসা দিয়ে পর্যবেক্ষণে রেখে দেন।
উপজেলার পালেরচর ইউনিয়নের পদ্মা নদীর চরে এ ঘটনা ঘটে। আহত শ্রমিক আশরাফুল ইসলাম কুড়িগ্রামের রৌমারী উপজেলার ঝগড়ার চর গ্রামের মতিয়ারের ছেলে। তিনি পেশায় একজন দিনমজুর। 
হাসপাতালে চিকিৎসাধীন আশরাফুল বলেন, পদ্মা নদীর চরে ক্ষেতে কাজ করার সময় একটি সাপ তার পায়ে কামড় দেয়। এসময় চিৎকার করলে লোকজন এগিয়ে এসে সাপটি মেরে ফেলে। পরে সাপসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসক জানান, এটি রাসেলস ভাইপার।
জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. নাজিমুদ্দিন বলেন, বৃহস্পতিবার দুপুরে সাপসহ এক ব্যক্তি হাসপাতালে আসেন। সাপটা দেখে রাসেলস ভাইপার বলে চিহ্নিত করি। সেই হিসেবে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে পর্যবেক্ষণে রেখেছি।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ
 
                         
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        