শুক্র ও শনিবার বন্ধ, রবিবার একদিন পর আবার ১৬ ডিসেম্বর বিজয় দিবসের সরকারি বন্ধ। অন্যদিকে বার্ষিক পরীক্ষা শেষ- সবমিলিয়ে অবসর কাটাতে কক্সবাজার ছুটে আসছেন ভ্রমণপিপাসুরা। আজ শুক্রবার (১৩ ডিসেম্বর) দুপুর থেকে কক্সবাজার সৈকতে বিপুল মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে।
বিকাল পেরিয়ে সন্ধ্যায় নাগাদ এক পর্যায়ে ভিড় লেগেই যায় রাস্তা-ঘাট, হোটেল-মোটেল জোনে। পাশেই বাণিজ্য মেলা, যেখানেও বিপুল মানুষের সমাগম। বলা যায় চিরচেনা রূপে ফিরেছে কক্সবাজার। সন্ধ্যা নাগাদ অনেককে হোটেলে রুম না পেয়ে বাইরে ঘুরাঘুরি করতে দেখা গেছে।
হোটেল-মোটেলে খোঁজ নিয়ে জানা গেছে প্রায় সবহোটেলেই শতভাগ বুকিং রয়েছে। লাবণী, সুগন্ধা, কলাতলী সমুদ্র সৈকত ছাড়াও হিমছড়ি, ইনানী, দরিয়া নগর পাটুয়ারটেকসহ সবগুলো পর্যটন স্পটে ব্যাপক সমাগম ঘটেছে।
এতদিন প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে পর্যটক যাতায়াতে নিষেধাজ্ঞা থাকলেও সম্প্রতি তা তুলে নেয়া হয়েছে। ডিসেম্বর থেকে সেন্টমার্টিনে জাহাজ যাতায়াত শুরু হয়েছে। এখন পর্যটকরা কক্সবাজার ভ্রমণ করে প্রবাল দ্বীপ সেন্টমার্টিন ভ্রমণের সুযোগ পাচ্ছেন।
মানিকগঞ্জ থেকে আসা পর্যটক ফারহানা ও ফয়সাল জানান, ছুটি পেয়ে কক্সবাজার বেড়াতে আসছেন অনেকদিন পর। কাজের চাপসহ সব ক্লান্তি ভুলে এখানে সময় পার করছেন তারা।
কক্সবাজার রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি মোহাম্মদ আলী জানান, কক্সবাজারে সাড়ে তিন শতাধিক রেস্তোরাঁ রয়েছে। আশা করি, এখন থেকে ব্যবসা ভালো হবে, মন্দাভাব কেটে যাবে।
হোটেল কক্সটুডের প্রধান নির্বাহী আবু তালেব শাহ বলেন, ভালোই পর্যটক আসতেছেন। আশা করি আগামী ৩১ ডিসেম্বরে পর্যন্ত এই ভিড় অব্যাহত থাকবে।
টুরিস্ট পুলিশ কক্সবাজার অঞ্চলের পুলিশ সুপার আল আসাদ মুহাম্মদ মাহফুজুল ইসলাম বলেন, পর্যটকদের নিরাপত্তা দিতে আমাদের সঙ্গে সেনাবাহিনীর সদস্যরাও রয়েছেন। আমরা আইটির মাধ্যমে নিরাপত্তা নিশ্চিতের কাজ করছি।
কক্সবাজারের জেলা প্রশাসক মুহাম্মদ সালাহউদ্দিন বলেন, টানা ছুটিতে কক্সবাজারে বিপুল সংখ্যক পর্যটকের সমাগম হওয়ায়, জেলা প্রশাসনের পর্যটন সেল থেকে বিশেষ মনিটরিং ব্যবস্থা শুরু হয়েছে। কোনও পর্যটক যাতে হয়রানি শিকার না হয়- বিষয়টি তদারকির জন্য ভ্রাম্যমাণ আদালতের ব্যবস্থা করা হয়েছে।
জেলা পুলিশ সুপার মুহাম্মদ রহমতুল্লাহ বলেন, কক্সবাজারের আইনশৃঙ্খলা পরিস্থতি ভাল। পর্যটকদের নিরাপত্তায় আইন শৃঙ্খলাবাহিনী সতর্ক অবস্থানে রয়েছেন। তিনি আরো বলেন, পর্যটনের বিকাশে কক্সবাজার জেলা পুলিশ শুধু নিরাপত্তাই নয় কিছু টেকনোলজি বেইজড সেবাও চালু করেছে। এর মধ্যে অন্যতম অনলাইন বাসটার্মিনাল, কক্স ক্যাবসহ অনলাইন হোটেল বোর্ডার ইনফরমেশন সেন্টার।
বিডি প্রতিদিন/আশিক