অগ্রহায়নের শেষে দক্ষিণের জনপদ ঝালকাঠিতে জেঁকে বসেছে তীব্র শীত। কনকনে ঠাণ্ডায় বয়ে চলা হিমেল হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। ভারি কাপড় পরেও রক্ষা নাই, শীতে কাবু হয়ে পড়ছে মানুষ।
আজ শুক্রবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের দেখা মিললেও হিমেল বাতাসের কারণে শীতের তীব্রতা কমছে না। তাই নিম্ন আয়ের মানুষেরা চরম ভোগান্তিতে পড়েছে।
গ্রামাঞ্চলের জনজীবনও হারিয়েছে তার স্বাভাবিক গতি। তবে খেটেখাওয়া মানুষেরা কনকনে ঠাণ্ডা উপেক্ষা করে ছুটছেন কর্ম ও রুটি-রুজির তাগিদে।
ট্রলার চালক লুৎফর রহমান জানান, শীত আর বর্ষা বলতে কোনো কথা নেই। চার জনের সংসারে একমাত্র উপার্জনকারী ব্যক্তি হিসেবে প্রতিদিন কাজের সন্ধানে নামতে হয়। বিগত বছরগুলোর তুলনায় এবার শীত বেশি, সঙ্গে কনকনে বাতাস।
বিডি প্রতিদিন/নাজমুল