গাজীপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) সকালে গাজীপুরের রাজবাড়ি মাঠ সংলগ্ন স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক নাফিসা আরেফীন।
এসময় গাজীপুরের পুলিশ সুপার মো: আবুল কালাম আযাদ, গাজীপুর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো : ওয়াহিদ হোসেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার মুদাচ্ছির বিন আলী, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার রিয়াজ উদ্দিন আহম্মেদ, জেলা প্রশাসন, জেলা পরিষদসহ জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের প্রতিনিধিগণ, বীর মুক্তিযোদ্ধা, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, নাগরিক সমাজের প্রতিনিধিসহ সর্বস্তরের নাগরিকগণ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে, বুদ্ধিজীবীদের স্মরণ জেলা প্রশাসক কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এছাড়াও জাতীয় বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় (বশেমুরকৃবি), ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), বাংলাদেশ কৃষি গবেষণা ইনসিইটউট (বারি), বাংলাদেশ ধান গবেষণা ইনসিইটউট (ব্রি) দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি পালন করে।
বিডি প্রতিদিন/আশিক