শেরপুরে শিশুদের রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে জেলা সরকারি গণ গ্রন্থাগার হলরুমে এ রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা উদ্বোধন করেন লাইব্রেরিয়ান সাজ্জাদুল করিম।
এ সময় শিক্ষক ও লেখক জ্যোতি পোদ্দার, শেরপুর প্রেসক্লাব এর কার্যকরী সভাপতি ও লেখক রফিক মজিদ, গ্রন্থাগারিক আকলিমা বেগমসহ অনেকেই উপস্থিত ছিলেন।
রচনা ও চিত্রাঙ্কান প্রতিযোগিতায় পৃথক তিনটি করে মোট ৬টি গ্রুপে শেরপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অন্তত ৭০ জন শিক্ষার্থী অংশ নেয়। অংশগ্রহণকারিদের মধ্যে থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয়দের মধ্যে ১৬ ডিসেম্বর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পুরস্কৃত করা হবে বলে আয়োজকরা জানিয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল