গাজীপুরের কালিয়াকৈর উপজেলার গোয়াল বাথান বেগম সুফিয়া মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীকে চুল কাটাকে কেন্দ্র করে বেত্রাঘাত করে আহত করায় আইসিটি শিক্ষিকা শারমিন আক্তারের পদত্যাগের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থী ও অভিভাবকরা।
রবিবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে এ বিক্ষোভ করছে শিক্ষার্থী ও অভিভাবকরা। এ সময় মহাসড়কের যানচলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে যৌথবাহিনী ও পুলিশ প্রশাসন ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদেরকে বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেয়। পরে মহাসড়কের যানচলাচল স্বাভাবিক হয়।
এর আগে সকালে বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে শিক্ষার্থীরা শিক্ষিকার পদত্যাগের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করে। শিক্ষার্থীরা জানায়, এর আগেও শিক্ষিকা একাধিক ছাত্র-ছাত্রীকে বেত্রাঘাত করে আহত করে। এছাড়া ক্লাসে এসে শিক্ষার্থীদের সাথে অশ্লীল গালিগালাজ করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার দাবি করে শিক্ষার্থী ও অভিভাবকরা।
বিডি প্রতিদিন/এএ