পটুয়াখালীর ঐতিহ্যবাহী পাংগাশিয়া নেছারিয়া কামিল মাদ্রাসায় কতিপয় প্রাক্তন শিক্ষার্থী ও বহিরাগতের অনুপ্রবেশ, ছাত্রাবাস ভাংচুর, সাধারণ শিক্ষার্থীদের ভীতি প্রদর্শণের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।
সোমবার (২০ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় উপজেলার পাঙ্গাশিয়া নেছারিয়া কামিল মাদ্রাসায় অধ্যায়নরত সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে ক্যাম্পাসে এ প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, গত রবিবার সকালে নাঈম বিশ্বাস, সিরাজুল ইসলামের নেতৃত্বে কতিপয় সাবেক শিক্ষার্থী ও বহিরাগত লোকজন মাদ্রাসায় প্রবেশমুখে দাঁড়িয়ে থেকে শিক্ষার্থীদের মাদ্রসায় ঢুকতে বাধা দেয়। ছাত্রাবাসের শিক্ষার্থীরা শ্রেণী কক্ষে গেলে তাদেরকে জোরপূর্বক বের করে দেয় এবং শিক্ষকদের সাথে অশোভন অচরণ করে। এতে শিক্ষার্থীরা ভীত সন্ত্রস্ত হয়ে পরে। এখনও তারা শিক্ষার্থীদের ভয় দেখাচ্ছে, ক্যাম্পাস থেকে চলে যেতে হুমকি দিচ্ছে। এতে মাদ্রাসায় শিক্ষার পরিবেশ বিনস্ট হয়েছে।
এসময় বহিরাগতের অনুপ্রবেশ রোধ ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ রক্ষার দাবিতে সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে মাদ্রাসার অধ্যক্ষ, ইউএনও জেলা প্রাশাসক এবং গভর্নিং বড়ির সভাপতি বরাবর স্মারকলিপিও পেশ করার ঘোষণা দেয়া হয়।
মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো: ওসমান শামীম বলেন, অসৎ উদ্দেশ্যে কতিপয় সাবেক শিক্ষার্থী ও বহিরাগত লোকজন তথাকথিত সমন্বয়ক সেজে ভিত্তিহীন অভিযোগে মাদ্রাসায় হট্টগোল বাধানোর অপচেষ্টা করছে। তারই অংশ হিসেবে রবিবার তারা বিনা নুমতিতে মাদ্রাসায় ঢুকে শিক্ষার্থীদের ভয়ভীতি দেখিয়ে ক্লাশ থেকে বের করে দেয় এবং হোস্টেলে তান্ডব চালিয়েছে। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার ও গভর্নিংবডিকে অবহিত করেছি।
বিডি প্রতিদিন/হিমেল