৬৯ গণঅভ্যুথানে শহীদ আসাদ দিবস উপলক্ষে বরিশালে আসাদ পরিষদের উদ্যোগে শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে নগরের সদর রোড অশ্বিনী কুমার হল চত্বরে অস্থায়ী প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। পুষ্পার্ঘ অর্পন করেন বিভিন্ন সংগঠনের সদস্যরা।
পরে সেখানে শহীদ আসাদ পরিষদ বরিশাল শাখার সভাপতি ডা. মিজানুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কিশোর চন্দ্র বালার সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন শিক্ষক নেতা অধ্যাপক মহসীন উল ইসলাম হাবুল, বাসদ বরিশাল জেলা শাখার সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী, মোজাম্মেল ফিরোজ, গনসংহতি আন্দোলনের আহবায়ক দেওয়ান আব্দুর রশিদ নীলু, ট্রেড ইউনিয়নের শ্রমিক নেতা অ্যাডভোকেট এ কে আজাদ, বিপ্লবী কমিউনিস্ট লীগ নেতা আমিনুর রহমান খান খোকন, আসমত আলী এ কে ইন্সটিটিউট এর প্রধান শিক্ষক এইচ এম জসীম উদ্দীনসহ অন্যরা।
উপস্থিত ছিলেন, ছাত্র ইউনিয়নের ব্রজমোহন কলেজ সংসদের সাংগঠনিক সম্পাদক অনুপ রায় অর্নব, ছাত্র ফ্রন্ট মহানগর নেতা সুজন আহমেদ, ছাত্র ফেডারেশনের জেলার সাধারণ সম্পাদক রাইদুল ইসলাম সাকিব, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বরিশাল মহানগরের যুগ্ম সদস্য সচিব মো: নাহিদ ইসলাম, আসমত আলী এ কে ইন্সটিটিউট এর দশম শ্রেণির ছাত্র মাহমুদ আহমেদ প্রমুখ।
বিডি প্রতিদিন/হিমেল