বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে বাঁধা দেওয়ার মামলায় রংপুরে আওয়ামী লীগ নেতা, গজঘন্টা ইউপি চেয়ারম্যান লিয়াকত আলীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার গঙ্গাচড়া উপজেলার গজঘন্টা ইউনিয়ন থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে বাঁধা দেয়া, গঙ্গাচড়া বিএনপি অফিস ভাংচুর, লুটপাট, ছিনতাইসহ নানা অভিযোগে গত বছরের ১৮নভেম্বর গঙ্গাচড়া উপজেলা তাঁতি দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল বাবু বাদী হয়ে গঙ্গাচড়া থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলায় সাবেক এমপি মশিউর রহমান রাঙ্গা, সাবেক এমপি আসাদুজ্জামান বাবলু, আওয়ামী লীগ ওঅঙ্গসংগঠনের নেতাসহ ৪০ জনের নামে এবং অজ্ঞাত আড়াই’শ জনকে আসামী করা হয়। এ মামলায় ৬নং আসামী ছিলেন গজঘন্টা ইউপি চেয়ারম্যান ও গঙ্গাচড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি লিয়াকত আলী। মামলার পর থেকেআত্মগোপনে থাকা ইউপি চেয়ারম্যান লিয়াকতকে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে গজঘন্টা থেকে গ্রেফতার করে পুলিশ।
গঙ্গাচড়া থানার ওসি আল এমরান বলেন, গ্রেফতারকৃত লিয়াকত আলীকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এএম