মাদারীপুর জেলার শিবচরের এক্সপ্রেসসওয়েতে বাসচাপায় শুক্কুর খান(৭০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি উপজেলার চরজানাজাত ইউনিয়নের মলফতখাঁর কান্দি গ্রামের দানেশ খানের ছেলে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উপজেলার পাঁচ্চর গোলচত্বরের কাছে রাস্তা পার হবার সময় দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় ও শিবচর হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, পদ্মাসেতুর এক্সপ্রেসওয়ের শিবচর উপজেলার পাঁচ্চর গোলচত্বরের কাছে শনিবার সন্ধ্যার পর এক ব্যক্তি রাস্তা পার হচ্ছিল। এসময় ভাঙ্গাগামী একটি বাস ওই ব্যক্তিকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মো.জাকির হোসেন নামে স্থানীয় এক ব্যক্তি জানান,'সন্ধ্যার দিকে ওই ব্যক্তি মহাসড়কের এক পাশ থেকে অন্য পাশে যাচ্ছিল। এ সময় ঢাকা থেকে আসা একটি যাত্রীবাহী পরিবহন লোকটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।'
শিবচর হাইওয়ে থানার উপ-পরিদর্শক(এসআই) তমাল জানান,' খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। বাস চাপায় লোকটি মারা গেছে বলে স্থানীয়রা জানিয়েছেন। নিহতের আত্মীয়-স্বজন এসেছেন। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।'
বিডি প্রতিদিন/এএম