ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় 'বাঙালির বসন্ত বন্দনা' শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় উপজেলার কাউলিবেড়া ইউনিয়নের মোটরা গ্রামে লোক সংস্কৃতি গবেষণা কেন্দ্র 'লালন আনন্দ ধাম'র আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কবি জাহাঙ্গীর খানের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সদরপুর সরকারি কলেজের বাংলা বিভাগের শিক্ষক, লালন গবেষক, কবি ও কথাশিল্পী সৈয়দ জাহিদ হাসান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন লেখক ও কবি শাহিদা ফেন্সী।
বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন ভাঙ্গা মহিলা কলেজের বাংলা বিভাগের শিক্ষক অজয় দাস, ভাঙ্গা উদীচী শিল্পী গোষ্ঠীর সভাপতি লিয়াকত মোল্লা, ফরিদপুর প্রান্তিক বাউল শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক অরুণ কুমার শীল, সংস্কৃতিকর্মী আফজাল সিরাজ, শিক্ষক শাহিনা জবিন, এমদাদ হোসেন, ভাঙ্গা উপজেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক আবুল কালাম।
আলোচকরা বাঙালির জীবন, সংস্কৃতি, প্রকৃতি ও পরিবেশে বসন্তের প্রভাব নিয়ে আলোচনা করেন।
তারা বলেন, বসন্ত শুধু প্রকৃতিকেই রঙিন করে না, মানুষের মনকেও আলোড়িত করে। বসন্ত মানুষের হৃদয়ে ইতিবাচক শক্তির সঞ্চার করে। কবিগুরু রবীন্দ্রনাথ, বিদ্রোহী কবি কাজী নজরুল, রূপসি বাংলার কবি জীবনানন্দ দাশসহ অনেক খ্যাতিমান কবি, সাহিত্যিক তাদের কবিতা, গান ও সাহিত্যে বসন্তের রূপ, রস ও সৌন্দর্যের বর্ণনা দিয়েছেন।
বিডি প্রতিদিন/কেএ