সারাদেশে ধর্ষণের ঘটনায় দ্রুত বিচার ও দোষীদের ফাঁসির দাবিতে পাথরঘাটায় ধর্ষণবিরোধী র্যালি, মানববন্ধন ও প্রতীকী ফাঁসি প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৬ মার্চ) বিকাল ৪টায় পাথরঘাটা পৌর শহরের গোলচত্বরে এ কর্মসূচি পালন করা হয়। আয়োজিত এই কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী, সংবাদকর্মী, সমাজকর্মী, মানবাধিকারকর্মী ও সচেতন নাগরিকরা অংশ নেন। তারা ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে ধর্ষণের বিরুদ্ধে শ্লোগান দেন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন সমাজকর্মী মেহেদী শিকদার, উপকূল অনুসন্ধানী সাংবাদিক ও গবেষক শফিকুল ইসলাম খোকন, উন্নয়নকর্মী লিমন বিশ্বাস, নিধি চাকমা, নাইম ও মারিয়া আক্তার মীনা।
বক্তারা বলেন, ধর্ষণ একটি ভয়াবহ সামাজিক অপরাধ। এ অপরাধ রোধ করতে হলে আইন আরও কঠোরভাবে প্রয়োগ করতে হবে। দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।
তারা আরও বলেন, নারীর নিরাপত্তা, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নৈতিক শিক্ষা বাধ্যতামূলক করার উদ্যোগ নেওয়া জরুরি।
বিডি প্রতিদিন/আশিক