বাগেরহাটে বাণিজ্য মেলা বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে ব্যবসায়ীরা। বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাবের সামনে সম্মিলিত ব্যবসায়ীদের উদ্যোগে বিক্ষোভ মিছিল শেষে মানববন্ধনে বক্তব্য রাখেন শহরের ব্যবসায়ী নেতারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন ব্যবসায়ী নেতা শেখ মঈনুল ইসলাম মোস্তফা, শেখ নজরুল ইসলাম, মনিরুজ্জামান মনি, শেখ নজরুল ইসলাম রুনু, আসলাম মোল্লা প্রমুখ।
মানববন্ধনে ব্যবসায়ী নেতারা জানান, আগামী ২৫ মে বাগেরহাট শহরের পৌর পার্কে শিল্প ও বাণিজ্য মেলা শুরু হলে র্যাফেল ড্রর নামে জুয়াসহ লটারীর টিকিট বিক্রি হবে, ফলে শহরের চুরি, ছিনতাইসহ আইন শৃংখলার অবনতি হবে। শহরের ব্যবসায়ীরা আথিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন। তাই সকল দিক বিবেচনা করে এই বাণিজ্য মেলা আয়োজন না হয়, তার জন্য তারা জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। বিক্ষোভ মিছিল ও মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করা হয়।
বিডি প্রতিদিন/এএ