গাজীপুরে ট্রাকচাপায় এক এনজিও কর্মকর্তা নিহত হয়েছেন। শনিবার দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সদর উপজেলার বাঘের বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম শ্রী সুমন কুমার সূত্রধর (৩৫)। তিনি পাবনা জেলার জগন্নাথপুর উপজেলার হাটুরিয়া বেড়ামাড়া এলাকার শ্রী জীবন চন্দ্র সূত্রধরের ছেলে।
সালনা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আজিজুল হক জানান, সুমন কুমার মোটরসাইকেলে করে মাওনা চৌরাস্তা এলাকার দিকে যাচ্ছিলেন। পথে দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা।
বিডি প্রতিদিন/এএম