গোপালগঞ্জ সদর পৌর জামায়াত আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে গোপালগঞ্জ সালেহিয়া কামিল মাদরাসা মিলনায়তনে এ আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এর আগে গোপালগঞ্জ সদর পৌরসভা শাখার আমীর মাওঃ ইনামুল হক খানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বাংলাদেশ জামায়াত ইসলামীর ফরিদপুর অঞ্চল টিমের সদস্য এ্যাডভোকেট আজমল হোসেন সরদার, গোপালগঞ্জ জেলা জামায়াতের সেক্রিটারী মোহাম্মদ আল মাসুদ খান সহ দলীয় নেতা-কর্মী বক্তব্য রাখেন।
পরে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।এসময় দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়। বক্তারা আল্লার আইন ও সৎ লোকের শাসন প্রতিষ্ঠায় আগামী নির্বাচনে জামায়াতের প্রার্থীদের বিজয়ী করার আহবান জানান।
বিডি প্রতিদিন/এএম